|
---|
আরিফুল ইসলাম, হুগলী: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক মোহাম্মদ নওসাদ সিদ্দিকী আজ গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলনরত এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে উপস্থিত হন। সহমর্মিতা জানাতে তাঁদের সঙ্গে ভুখহরতালও করেন বেলা ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।
উল্লেখ্য, তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও এসএলএসটি চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছেনা। উপরন্তু যেটুকু নিয়োগ হচ্ছে, সেটাও অস্বচ্ছতায় ভরা। নওসাদ সিদ্দিকী বলেছেন, রাজ্যসরকারের এই অমানবিক কার্যকলাপ চাকুরীপ্রার্থী যুবক-যুবতীদের মনোবল ভেঙে দিচ্ছে। মানসিক চাপ সহ্য করতে না পেরে কয়েকজনের মৃত্যুও হয়েছে। এরপরও সরকারের টনক নড়ছে না। দেখা যাচ্ছে আদালত যখন বিভিন্ন সংস্থাকে দিয়ে এই অস্বচ্ছ কার্যকলাপ তদন্ত করার নির্দেশ দিচ্ছে, তখন রাজ্যসরকার ডিভিশন বেঞ্চে গিয়ে স্থগিতাদেশ চাইছে। সঙ্গতভাবে প্রশ্ন উঠছে যে রাজ্যসরকার এই বিষয়ে কি দূর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছে? এটাও লক্ষণীয় যে নিয়োগ কোন স্থগিতাদেশ নেই। তাহলে যোগ্যতার তালিকায় যাঁদের নাম আছে তাদের নিয়োগ দিতে বাধা কোথায়? এই অবিচার কোনভাবেই মেনে নেওয়া যায়না। আইএসএফ সর্বতোভাবে আন্দোলনরতদের পাশে থাকবে বলে নওসাদ সিদ্দিকী আশ্বাস দিয়েছেন।