|
---|
নিজস্ব সংবাদদাতা :উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে উদ্যোগ নিলেন বিধায়ক শঙ্কর ঘোষ।তিনি বিশ্ববিদ্যালয় গিয়ে সেখানকার শিক্ষক এবং অশিক্ষক এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। ছাত্রছাত্রীরা জানান এইভাবে জমি বিক্রি করে তারা কিছুতেই কোন উদ্যোগ নিতে সমর্থন করেন না। তাদের দাবী কোনভাবেই কোন ধরনের অন্যায় কাজ তারা হতে দেবেন না। এই ব্যাপারে তারা ওমপ্রকাশ মিশ্রের সাথেও কথা বলেছেন বলে জানান। এদিন বিধায়ক সব শুনে জানান তিনি সবকিছু শুনছেন এবং এই ব্যাপার নিয়ে তিনি সাংসদ রাজু বিস্তার সাথেও কথা বলবেন। বিধায়ক আরো জানান তিনি চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে। আর সেটা করে দিতে পারলে তিনি নিজেই খুশী থাকবেন। গত দুদিন থেকেই উত্তাল ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ধুন্ধুমার কান্ড লেগে গিয়েছিল একেবারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভীতরে।