বীরভূমের কীর্ণাহারে স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে ভ্রাম্যমাণ রক্তদান শিবির

নতুন গতি ওয়েব ডেস্ক: রক্তের সংকট মেটাতে #FBDOI-WB ও #BVBDA ও রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ পশ্চিমবঙ্গ এর সহযোগিতায় #কীর্ণাহার স্পন্দন ফাউন্ডেশনের ব্যাবস্থাপনায় স্বাস্থ্য দপ্তরের বাতানুকূল ভ্রাম্যমাণ বাসে আজ কীর্ণাহার লক্ষিতলায় একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছিলো, এই শিবির টি সফলতার সাথে সম্পূর্ণ হয়েছে, সংকটময় পরিস্থিতে আগত সকল রক্তবীর কে স্যালুট ও শ্রদ্ধা জানাই।

    শিবিরে নানুর বিধানসভার M.l. A. মাননীয় বিধান চন্দ্র মাঝি মহাশয়, #FBDOI-WB র রাজ্য সম্পাদক মাননীয় কবি ঘোষ মহাশয় , #BVBDA এর সম্পাদক মাননীয় নুরুল হক মহাশয়, কীর্ণাহার – লাভপুরের C. I.কল্যাণ প্রসাদ মিত্র মহাশয়, মাননীয় কীর্ণাহার আউট পোস্ট এর ইনচার্জ মনোজকুমার পতি মহাশয়,ব্যাবসায়ি সমিতির সম্পাদক মাননীয় তপন কুমার দে মহাশয় , পঞ্চায়েত সমিতির সভাপতি মধুসূদন পাল মহাশয়, কীর্ণাহার 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শিবরাম চ্যাটার্জী মহাশয় আরো উজ্বল ব্যাক্তিদের উপস্থিতি এক আলাদা মাত্রা যোগ করেছে, সকল কে ধন্যবাদ।

    আজকের এই শিবিরে মোট 20 জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানান স্পন্দনের সম্পাদক মহাশয় রনদেব দাস মহাশয়।