|
---|
নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার সিউড়ি থানার বাঁশজোর গ্রামে সাথী সমিতি ক্লাবের উদ্যোগেএবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন এর সহযোগিতায় একটি ভ্রাম্যমান রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উল্লেখ্য আজকের রক্তদান শিবিরে বেশিরভাগ রক্তদাতা জীবনে প্রথম রক্তদান করাই তাদের চোখে মুখে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিনের রক্তদান শিবিরে গ্রাম্য বধূরা ও রক্তদান করাই সকলের নজর কাড়ে, তথা রক্তদান আন্দোলন যে গ্রামীণ এলাকায় এবং যুবসমাজ সহ মহিলা মহলে রেখাপাত করেছে, আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে বলে সংগঠনের দাবি। শিবিরে সকল রক্তদাতা কে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শংসাপত্র এবং ক্লাবের পক্ষ থেকে পদক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়।।উক্ত শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশনের বীরভূম জেলার সহ সভাপতি প্রিয়নীল পাল,সাধারণ সদস্য মোশারফ হোসেন,সেখ জিয়ারুল,সেখ আব্দুল্লা প্রমুখ।রক্ত সংকট দূরীকরণে স্থানীয় ক্লাবের পক্ষ ঘোষণা করা হয় যে এবার থেকে রক্তদান শিবির তারা নিয়মিত ভাবে আয়োজন করবেন।