ফোন পে (Phone Pe) তে মোবাইল রিচার্জ আর ফ্রি নয়, কাটবে প্রসেসিং ফি, ঘোষণা সংস্থার

নিউজ ডেস্কঃ সময়ের সাথে সাথে সব কিছু বদলে যাচ্ছে।আগে মোবাইল রিচার্জ করতে দোকানে যেতে হতো। তারপর এলো ফোন পে’, ‘পে-টিএম’, আমাজন পে কিংবা ‘গুগল পে’-র মতো ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) অ্যাপের ব্যবহার।নিজের স্মার্টফোন থেকেই কাজ মিটে যেতো। দোকানের যাওয়ার প্রয়োজন হতো না। এর জন্য কোনও অতিরিক্ত পয়সা খরচও হয় না। সব কিছুরই যখন মূল্য বৃদ্ধি হচ্ছে। এক্ষেত্রে ফোন পে ব্যাবহারকারীরা রিচার্জ করলে লাগবে প্রসেসিং ফি। এমনতাই ঘোষণা করলেন সংস্থার কর্তা।

    ভারতে যথেষ্ট জনপ্রিয় ফোন পে। পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরেই অন্তত ১৬৫ কোটি ইউপিআই লেনদেন হয়েছে এই অ্যাপের মাধ্যমে। ঘরোয়া সামগ্রী কেনাকাটা, জল ও বিদ্যুতের বিলের টাকা দেওয়া, রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করতে , ডিটিএইচ রিচার্জ করতে বা অনলাইনে অর্ডার করতে ফোন পে ওয়ালেট ব্যাবহার করেন সর্বস্তরের মানুষ। ফোন পে ওয়ালেট ব্যবহারকারীদের জন্য খারাপ খবর এলো।
    ওয়ালমার্ট গ্রুপের ডিজিটাল পেমেন্ট সংস্থা ফোন পে-র তরফে জানানো হয়েছে, এবার থেকে ৫০ টাকার বেশি রিচার্জে পয়সা কাটবে। ইউপিআই পদ্ধতিতে ৫০ থেকে ১০০ টাকার রিচার্জ পিছু কাটবে ১ টাকা। ১০০ টাকার ওপরে রিচার্জ করলে কাটবে ২ টাকা করে। ৫০ টাকার নীচে হলে তাতে আগের মতোই কোনও প্রসেসিং ফি দিতে হবে না ফোন পে অ্যাপে দেওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারা গিয়েছে ফোন পে ওয়ালেটে ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০০ টাকা যোগ করতে গেলে ২.০৬ শতাংশ ডিএসটি-সহ বাড়তি চার্জ দিতে হবে ৷ ২০০ টাকা যোগ করতে গেলে ৪.১৩ শতাংশ জিএসটি-সহ বাড়তি চার্জ দিতে হবে ৷

    সংস্থার মুখপাত্র বলছেন, ‘প্রসেসিং ফি শুধুমাত্র আমরাই নিচ্ছি না। সামান্য অর্থ চার্জ করা এই ব্যবসায় এখন চলছেই, এবং অন্যান্য সংস্থাও করছে।’