সিউড়িতে নার্সিং প্রবেশিকা পরীক্ষায় ছাত্রীদের অন্তর্বাস থেকে উদ্ধার মোবাইল

 

     

     

     

    খান আরশাদ, বীরভূম:
    সিউড়িতে বেণীমাধব ইনস্টিটিউশনে নার্সিং প্রবেশিকা পরীক্ষায় ছাত্রীদের অন্তর্বাস থেকে উদ্ধার হল বেশ কয়েকটি মোবাইল। অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূমের সিউড়ি বেনীমাধব ইন্সটিটিউশনে নার্সিং ANM ও GNM পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় রবিবার। এই পরীক্ষা কেন্দ্রে মালদার বেশ কিছু ছাত্রী পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে সাধারণভাবে পরীক্ষা করতে করা হলেও সেরকম কিছু নজরে পড়েনি কর্তৃপক্ষের। কিন্তু পরীক্ষা চলাকালীন বেশকিছু ছাত্রীকে দেখে কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তাদের তল্লাশি করা হয়। ওই সব ছাত্রীদের মেটাল ডিটেক্টরে পরীক্ষা করার সময় ছাত্রীদের কাছ থেকে উদ্ধার হয় ১২ টি মোবাইল। এসব পরীক্ষার্থীনিরা কেউ জুতোয় কেউবা নিজেদের অন্তর্বাসের মধ্যে ছোট কী-প্যাড মোবাইল লুকিয়ে এনেছিলেন। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন মেটাল ডিটেক্টরে তা ধরা পড়ে। স্কুল কর্তৃপক্ষ পুরো বিষয়টি কাউন্সিলকে জানিয়েছে। কড়া ব্যবস্থা নেওয়া হবে ওইসব ছাত্রীদের বিরুদ্ধে।