মোকার বিপর্যয় থেকে এলাকার মানুষজনের সুরক্ষা দিতে কুলতলির মাতলা নদীতে চলছে মক ড্রিল

বাবলু হাসান লস্কর কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা: এনডিআরএফ এর সাথে সিভিল ডিফেন্সের কর্মীদের সাথে নিয়ে স্থানীয় প্রশাসনিক আধিকারিক গনের মক ড্রিল করতে দেখা গেল, কুলতলির মাতলা নদীতে। বিশেষ করে দিঘা,পাথরপ্রতিমা,বাসন্তী,গোসাবা সাগর, নামখানা, বকখালি সহ একাধিক এলাকায় বিপর্যয় মোকাবিলা টিমের সদস্য দের দেখা গেল। মাইকিংএর মাধ্যমে এলাকাবাসী সজাগ করছে তারা। প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়তে পারে গাঙ্গেয় সুন্দরবন এলাকায়। তাই নদী তীরবর্তী এলাকার সমস্ত জনসাধারণকে কোলকাতা NDRR পক্ষ থেকে অবগত করা হচ্ছে আপনারা অযথা নদীতে নামবেন না,ও অযথা আতঙ্কিত হবেন না। প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র গুলো প্লাস্টিকে মুড়ে সুরক্ষিত স্থানে রাখুন। যে মুহূর্তে প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়বে আপনারা ছাদওয়ালা শক্ত পোক্ত ঘরের নিচে কিম্বা বহুমুখী ঘূর্ণি ঝড় আশ্রয় স্থল কেন্দ্রে কিম্বা

     সুরক্ষিত পাকা বাড়িতে চলে যাবেন। এন ডি আর এফ- তথা প্রশাসনের মাইকিংএ খেয়াল রাখবেন। গৃহ পালিত পশুগুলি সুরক্ষিত স্থানে রাখার ব্যবস্থা করবেন। বাড়িতে ওষুধ পত্র গুলিকে নিজেদের কাছে রাখবেন। এবং প্রয়োজনীয় নথিপত্রগুলোকে আপনারা প্লাস্টিক কাগজে মুড়ে সুরক্ষিত স্থানে কিম্বা নিজেদের কাছে রাখবেন। বিশেষ করে টিভি রেডিও খবরের কাগজ এর আপডেট জানতে থাকুন । এলাকায় মাইকিং প্রচার ও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ মোতাবেক চলার চেষ্টা করবেন ।অযথা আতঙ্কিত হবেন না। যে মুহূর্তে প্রাকৃতিক বিপর্যয় আসার সম্ভাবনা অযথা গাছের নিচে ইলেকট্রিক পোলের আশে পাশে, রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না। নিজে সুরক্ষিত থাকুন,অপরকে সুরক্ষিত রাখুন।পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখুন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এবং গ্রামবাসীদের কে সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন ।