মদ- জুয়া মুক্ত সমাজ গঠনের আলোচনা সভা কাবিলপুরে

মহ: মুস্তফা শেখ : গত ৯ আগস্ট ২০২০ সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর কাবিলপুরে মদ-জুয়া মুক্ত সমাজ গঠনের জন্য একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভার আয়োজন করেছিল সদ্য প্রতিষ্ঠিত আলহেরা মহিলা সমিতি নামের একটি সামাজিক সংগঠন। বেশ কয়েকবছর ধরে কাবিলপুর এলাকায় মদ ও জুয়ার আসর বসছে রমরমিয়ে, এতে ভবিষ্যৎ প্রজন্মের বিশাল ক্ষয়ক্ষতির ইঙ্গিত মিলছে! মদ ও জুয়ার তাণ্ডবে পাড়ার মহিলাদের চলাচলে চরম অসুবিধা ঘটছে। তাই সমাজকে জুয়া ও মদ মুক্ত করার জন্য তারা আন্দোলন শুরু করেছে। তাদের এই আন্দোলনকে আরো সক্রিয় করে গড়ে তোলার জন্যই আজকের সভার আয়োজন। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলাকার অন্যতম বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কাজেম আলী মহাশয়। বিশেষ অতিথি ও বক্তা গনের মধ্যে ছিলেন যথাক্রমে – কাবিল পুর উচ্চ বিদ্যালয়ের অন্যতম সহকারি শিক্ষক মুরশিদ সারওয়ার জাহান, ইউনিভারস্যাল ব্রাদারহুড ইসলামিক অর্গানাইজেশনের সভাপতি মহ: মুস্তফা শেখ , বিশিষ্ট শিক্ষক আব্দুর রাজ্জাক তরুণ কবিসাহিন হোসেন , মো: জাইসুদ্দীন প্রমুখ।প্রত্যেক বক্তা হাদিস-কুরআনের দৃষ্টিভঙ্গি দিয়ে সুন্দরভাবে মদ ও জুয়ার কুফল নিয়ে আলোকপাত করেন। উক্ত সভায় পাড়ার বেশ কয়েকজন যুবকের সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন এলাকার বেশ কয়েকজন সাধারণ নর-নারী। সভাটি সুচারুরূপে সঞ্চালনা করেন তরুণ কবি সাহিন হোসেন।