| |
|---|
সঞ্জয় মন্ডল , বাঁকুড়া: গোটা গ্রাম তখন ঘুমিয়ে আছে। আর পাঁচটা পরিবারের মত ওয়াদ আলি মন্ডল এর পরিবার ও ঘুমিয়েছিল, প্রচন্ড শব্দে ঘুম ভেঙে যায় পরিবারে সবাই। মৃত্যুকে চোখের সামনে দেখে নির্বাক হয়ে যায় গরীব মুসলিম পরিবার এর সকল সদস্য। সেই মুহূর্তে ঠিক কি করা উচিত তা বুঝে উঠতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায়।ঘটনাটি ঘটেছে বড়জোড়া থানার পখন্না গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাজপুর মুসলিম পাড়ায়। পরিবারের প্রধান বৃদ্ধ ওয়াদ আলি মন্ডল জানান আজ ভোরে ( ০৯/০৪/২০২৫) ঘটনাটি ঘটে।বৃদ্ধ ওয়াদ আলি মন্ডল জানান কাল যেভাবে মাটির ঘর টি পড়েগেছে তাতে করে ওই ঘরে যারা শুয়েছিল সবাই মাটির তলায় চাপা পড়ে মারা যেত। তিনি বলেন মাটির বাড়ীতে তারা স্বামী স্ত্রী সহ মোট ১৮জন মানুষ বাসকরে।গোটা বাড়ীটির যে টুকু অংশ অবশিষ্ট আছে তা আজ কালের মধ্যেই পড়ে যাবে।এমত অবস্থায় এই ১৮জন সদস্য কে নিয়ে বৃদ্ধ ওয়াদ আলি কোথায় যাবেন সে কথা ভেবেই তিনি দিশেহারা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই দুর্ঘটনার কথা এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমজাদ মন্ডল এবং পখন্না পঞ্চায়েত এর উপ -প্রধান অনুপম গোস্বামী কে জানানো হয়েছে। পুলিশ কে জানানোর পর পখন্না পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনা স্থলে পৌঁছান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন।প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে ধারাবাহিক বৃষ্টিপাতের জন্যই এই মাটির বাড়ী টি ভেঙে পড়েছে। পরিবারের প্রধান ওয়াদ আলি মন্ডল অত্যন্ত বিনম্র ভাবে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে যাতে করে প্রশাসনের পক্ষ যাতে দ্রুত ব্যাবস্থা তার আবেদন জানিয়েছেন।


