ভ্রাম্যমাণ এম্বুলেন্স করে ২০ জন প্রতিবন্ধীদের বিনা মূল্যে কৃত্রিম হাত পা লাগিয়ে দেওয়া হয়।

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার : মহাবির সেবা সদন এর উদ্যোগে ও বিশেষ সহযোগিতায় এলাকার অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের কৃত্রিম উপায়ে হাত পা লাগিয়ে দেওয়ার ব্যাবস্থা করা হয় সাউথ সেন্ট্রাল ন্যাশনাল কেজি স্কুল প্রাঙ্গণে। এদিন এলাকা থেকে আসা প্রায় ২০ জন প্রতিবন্ধী কে কৃত্রিম উপায়ে হাত পা লাগিয়ে দেওয়া হয় বলে জানা যায়। এখানে উপস্তিত থেকে সহযোগিতা করেন বিশিষ্ঠ সমাজসেবী মানু , সাউথ সেন্ট্রাল ন্যাশনাল কেজি স্কুলের প্রধান শিক্ষক কৃত্তি সুভাষ সামন্ত স্যার,বিশিষ্ঠ সমাজসেবী সফিউদ্দীন মিদ্দে সহ আরো অন্যান্য ডাক্তার বাবুরা। বিশিষ্ট সমাজসেবী মানু তিনি বলেন পশ্চিম বঙ্গে বিভিন্ন জেলায় সহ এই ভ্রাম্যমাণ এম্বুলেন্স করে এলাকা এলাকায় ঘুরে এমন প্রতিবন্ধী আছে যারা অর্থের অভাবে কৃত্রিম উপায়ে হাত পা লাগানোর ক্ষমতা নেই। তাদের কে বিনা মূল্যে কৃত্রিম উপায়ে হাত পা লাগিয়ে দেওয়ার ব্যাবস্থা করে থাকি আমরা। কেজি স্কুলের প্রধান শিক্ষক সামন্ত স্যার তিনি জানান অসহায় গরীব প্রতিবন্ধী মানুষ তাদের কৃত্রিম উপায়ে হাত পা লাগিয়ে দেওয়ার ব্যাবস্থা এই মহান কাজ টা এই স্কুল প্রাঙ্গণের মধ্যে করার জন্য বিশেষ গর্বিত ও ধন্য মনে করেন।