|
---|
সংবাদদাতা : ডায়মন্ড হারবার মহাকুমা শাষক সুকান্ত বাবু ৩১মার্চ২০২২ তারিখ থেকে বিকাশ ভবনে শিক্ষাদপ্তরে উচ্চপদে দায়িত্ব পাচ্ছেন। এসেছিলেন ১২জুলাই ২০১৯। ২১ মাস ডাঃ হাঃ-র সাতটা ব্লকের মানুষের জন্য যা করেছেন, হুগলী নদীতে ডাঃ হাঃ উপকূলে ১১৭ নম্বর জাতীয় সড়কের প্রায় ১৬০ মিটার রাস্তা নদীগর্ভে ধ্বসে গেলে যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ সম্পন্ন করে, ডাঃ হাঃ ও কাক দ্বীপের ২০-২৫ লক্ষ লোকের যাতায়াতের ব্যবস্থা করেন।আম্ফান ও ইয়াস বিপর্যয়ে উদ্ধারকারীদের উদ্বুদ্ধ করেন।করোনার সময়ে দুস্থ ও আর্তের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী, ঔষধ ও শিশুখাদ্য পৌঁছে দেন। সেফ জোন ও টিকাকরণে ডাঃ হাঃ জেলায় শীর্ষস্থান করে নিয়েছে। লৌহসেতু ও নদী তীরবর্তী শিশুপার্কও মাঠের সৌন্দর্যায়ন করেন। সাংবাদিকদের জন্য দঃ ২৪ পঃ জেলা পরিষদ কার্যালয়ে একটি রুম-কে প্রেস কর্নার করার জন্য অনুমোদন দেন। ২১ফেব্রুয়ারী ভাষা দিবসের ‘ভাষা শহিদ স্মারকটি আজ তুলে দেন কিংশুক ভট্টাচার্য ও জাহাঙ্গীর দেওয়ান।