বড়শুল কিশোর সংঘের উদ্যোগে ৫০০ জন মহিলাকে শাড়ি বিতরন করা হয়

সেখ সামসুদ্দিন, ২৪ সেপ্টেম্বরঃ মহালয়ার প্রাক্কালে বড়শুল কিশোর সংঘের উদ্যোগে কিশোর মঞ্চ থেকে ৫০০ জন মহিলাকে শাড়ি উপহার এবং শক্তিগড় থানার ৫২ জন সিভিক ভলেন্টিয়ারদের ব্যক্তিগত দুর্ঘটনা জনিত বীমা শংসাপত্র প্রদান করা হয়। এই মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আইপিএস কামনাশীষ সেন, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি, সহকারী পুলিশ সুপার অতনু ঘোষাল, শক্তিগড় থানার অফিসার ইনচার্জ দীপক সরকার, সমষ্টি উন্নয়ন আধিকারিক, বর্ধমান ২ ব্লক, সুবর্ণা মজুমদার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাম দাস, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৌভিক পান, ব্লক যুব আধিকারিক বাপ্পাদিত্য হালদার, বড়শুল ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা সরেন, উপপ্রধান রমেশ চন্দ্র সরকার, বর্ধমান মহিলা থানার আইসি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বড়শুল কিশোর সংঘের সাধারণ সম্পাদক পার্থ ঘোষ জানান আগামী দিনে বড়শুল বর্ধমান রুটের বাস চালক, খালাসী ও কন্ডাক্টর তাদেরও এই দু’লক্ষ টাকার বীমা করে দেবেন। এছাড়াও সিভিকদের বীমা পাঁচ বছরের জন‍্য দায়িত্ব বহন করবে কিশোর সংঘ।