দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাসপেন্ড করা হল মহম্মদ মহসিনকে

নিজস্ব সংবাদদাতা : দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাসপেন্ড করা হল বর্ধমান ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের কৃষাণ ও ক্ষেতমজুর সেলের সভাপতি
বিধায়কের পাঠানো নাম অনুযায়ীই ব্লক সভাপতি করতে হবে এই মর্মে গতকাল মহম্মদ মহসিনের নেতৃত্বে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। সেই সাংবাদিক সম্মেলন থেকে জোরালো দাবি করা হয়,আমরা চাই আমাদের বিধায়ক নিশীথ কুমার মালিক ব্লক সভাপতি হিসাবে যে নাম দিয়েছেন তা মেনে অথবা তাঁকেই ব্লক সভাপতি করা হোক।২০২০-২১ সালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিশীথ কুমার মালিককে হারানোর জন্য যারা উঠে পরে লেগেছিলো, সেই সমস্ত ব্যক্তির মধ্য থেকে যদি কেউ সভাপতি হয় তাহলে আগামীদিনে দলের মধ্যে থেকে আমরা কিভাবে কাজ করবো সেই বিষয়ে চিন্তাভাবনা করবো।এমন সব নাম উঠছে যারা বিজেপি ও সিপিএমের সাথে আতাঁত করে চলে।এক সময় তারা তৃণমূল কংগ্রেস করলেও ২০১৯ সালের পর থেকে তাদের গতিবিধি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।এরপরই সাংবাদিক সম্মেলন করে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়ে দেন দল বিরোধী কার্যকলাপের জন্য মহম্মদ মহসিনকে সাসপেন্ড করা হল। যদিও এই ব্যাপারে মহম্মদ মহসিন জানিয়েছেন, ”এই শুনলাম। সবার সঙ্গে কথা বলে পরবর্তী মতামত জানাবো।
পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের ব্লক সভাপতি দের তালিকা ঘোষণার আগেই শুক্রবার বর্ধমান ২ ব্লকের কিষান ক্ষেত মজুর সংগঠনের সভাপতি শেখ মহসিন শক্তিগড়ে এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক কেই ব্লকের সভাপতি করা উচিত দলের। আর এই সাংবাদিক সম্মেলনের পরেই জেলা জুড়ে তৈরি হয় বিতর্ক।দলেরই এক শাখা সংগঠনের নেতা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলায়, এবং দল কাকে ব্লক সভাপতি মনোনীত করবে সেই তালিকা ঘোষণার আগেই মন্তব্য করায় শেখ মহসিন কে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হল। জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, দল বিরোধী কাজের জন্য শেখ মহসিনকে ৫ বছরের জন্য সাসপেন্ড করা হল।বর্ধমান ২ ব্লকের কিষান ক্ষেতমজুর সভাপতি পদে থাকা শেখ মহসিন সাংবাদিক সম্মেলনে বলেন, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর ব্লকে তৃণমূল কংগ্রেসের কার্যালয় খোলার মতো কোনো নেতা ছিল না। সংগঠন সমলানোই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে নিশীথ মালিকের নেতৃত্বে দল ঘুরে দাঁড়িয়েছে। তাই তাঁর মনোনীত বা তাঁকেই ব্লক সভাপতি করার দাবি জানান তিনি। এই বক্তব্যের পরই এবং দল বিরোধী কাজের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হল শনিবার।