|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: কারা যেনো ধর্ম খুঁজে? আর ধর্মের নামে কথা বলেন । এর বিপরীতে মুসলিমরা তাদের কল্যাণমূলক কাজের মাধ্যমে এর জবাব দিচ্ছে৷ কোভিড-১৯ পরিস্থিতিতে হিন্দুদের লাশ সৎকার কিংবা আরও নানাভাবে সাহায্য করে নজির স্থাপন করছে তারা৷ এমনই এক ঘটনা ঘটল পঞ্জাবের সাংরুর জেলার মালেরকোটলাতে৷ শুক্রবার সেখানকার মুসলিমরা পঞ্জাবের স্বর্ণমন্দিরের লঙ্গরখানায় ৩৩০ কুইন্টাল গম দান করেছে৷ শিখ-মুসলিম সঙ্ঘের সভাপতি নাসির আখতারের নেতৃত্বে এক প্রতিনিধি দল সেখানে এই শস্য পৌছে দেয়৷ সেখানে গিয়ে লঙ্গরখানায় বসে মুসলিমরা খাবার খাচ্ছেন, এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন এই ঘটনা৷
মুসলিম দাতাব্যক্তিরা দরবার সাহিবে যান ও অকাল তখত জাঠদার জ্ঞানী হরপ্রীত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন৷ অমৃতসরের স্বর্ণ মন্দিরের প্রধান ম্যানেজার মুখতিয়ার সিং ও অতিরিক্ত ম্যানেজার রাজেন্দ্র সিং মুসলিম প্রতিনিধিদলকে শিরোপা (সাম্মানিক পোশাক) দিয়ে সম্মান জানান৷ নাসির আখতার জানান, বহু আগে থেকেই গুরুদের আমল শিখ ও মুসলিমদের মধ্যে সুসম্পর্ক রয়েছে৷ বর্তমান পরিস্থিতিতে তা আরও বাড়াতে হবে৷
এখানে বিশ্বাস, বর্ণ, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে খাবার বিতরণ করা হয়৷ গুরু দরবারের এটাই মাহাত্ম্য৷ এ জন্যই আমরা ৩৩০ কুইন্টাল গম দান করেছি৷ মন্দির কর্তৃপক্ষও মুসলিমদের সাহায্য পেয়ে আপ্লুত৷ তাদের মতে, মালেরকোটলার মুসলিমরা দেশের সামনে এক অনন্য উদাহরণ তৈরি করল৷ সোশ্যাল মিডিয়াতেও শিখ-মুসলিম সম্প্রীতির এই ছবি প্রশংসা কুড়িয়েছে৷