|
---|
আসমা খাতুন,বর্ধমান : বিশ্বনবী হজরত মুহাম্মদ সা.-কে অপমানের প্রতিবাদে এক বিরাট বিক্ষোভ মিছিলে সামিল হলেন বর্ধমানের হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ। প্রশাসনের চাপের কাছে মাথা নত না করে বর্ধমান স্টেশন চত্বর থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলে হাঁটেন তাঁরা। ফলে অবরুদ্ধ হয়ে পরে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট। কোনো বড় মুসলিম সংগঠনের ব্যানার না থাকা সত্ত্বেও এত স্বতস্ফূর্ত মিছিল বর্ধমানবাসী আগে দেখেননি ।
নবী সা. প্রতিটি মুসলমানের কাছে সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ। তাঁর অপমান কোনো ধর্মপ্রাণ মুসলমান মেনে নিতে পারে না। বুঝিয়ে দিলেন মিছিলে আগত মানুষজন। কাকতালীয়ভাবে এই মিছিলে অংশ নেন স্থানীয় তৃণমূল কউন্সিলর সাহাবুদ্দিন খান। মিছিল নিয়ে যদিও প্রশাসনের সতর্ক দৃষ্টি ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে । মহানবী সা.-এর বিরুদ্ধে কুমন্তব্য করার জন্য মূল অপরাধী নূপুর শর্মার ফাঁসির দাবিতে আওয়াজ ওঠে মিছিল থেকে।