মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস পালন বাগনানে।

লুতুব আলি, নতুন গতি : মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস পালন বাগনানে। বাংলা সিনেমার কিংবদন্তি শিল্পী মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস পালিত হলো হাওড়ার বাগনানে। আয়োজক স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন। ২৪ জুলাই বাগনানের খালোর চিত্র বাণী সিনেমার সন্নিকট মহানায়কের প্রয়াণ দিবস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মহানায়কের মূর্তিতে মাল্যদান করেন হাওড়া জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ মানস কুমার বসু, বাগনান কলেজের অধ্যক্ষ ড: বাদল কুমার মাইতি, টেপুর নবাসন অনন্তরাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক প্রকৃতি রঞ্জন ভৌমিক, স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু, চিত্রশিল্পী সৈকত খাড়া, বাগনান কলেজের ছাত্রী পৌলোভী মিশ্র, কার্তিক মুদালি, গৌতম পাল ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। এই উপলক্ষে বাগনান হাইস্কুলের সহ প্রধান শিক্ষক সুনির্মল চক্রবর্তী, কবি ও আইনজীবী আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত সকলের হাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই ও চারা গাছ তুলে দেন সম্পাদক চন্দ্রনাথ বসু। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ ডক্টর বাদল কুমার মাইতি, মানস কুমার বসু ও চন্দ্রনাথ বসু। প্রসঙ্গত উল্লেখ্য, মহানায়ক উত্তম কুমারের প্রকৃত নাম ছিল অরুন কুমার চট্টোপাধ্যায়। তিনি একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্র প্রযোজক এবং পরিচালক ছিলেন। বাংলা চলচ্চিত্র জগতে তাঁকে মহানায়ক আখ্যা দেওয়া হয়। মায়া মৃগ, ধন্যি মেয়ে, সপ্তপদী, সোনার হরিণ, জীবন মৃত্যু, মন নিয়ে, শেষ অঙ্ক, দেওয়া নেওয়া, সন্ন্যাসী রাজা, নায়ক, অমানুষ, শিল্পী প্রভৃতি সিনেমায় মহানায়ক উত্তম কুমার অভিনয় করে চলচ্চিত্র প্রেমীদের কাছে তিনি আজও অমর হয়ে আছেন। বাগনানের এদিনের অনুষ্ঠানে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সবুজায়নের বার্তা দিতে বৃক্ষ শিশু রোপন করা হয়।