|
---|
মহারাষ্ট্রের ১৪,৫৯১ জন কৃষক আত্মহত্যা করেছেন
নতুন গতি, ওয়েব ডেস্ক: ভারত সরকারের একটি রিপোর্ট অনুযায়ী ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত ১৪,৫৯১ জন কৃষক আত্মহত্যা করেছে।
মহারাষ্ট্রের ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রী বিজয় ওয়াদেতিয়ার এই কথা স্বীকার করেন।
মহারাষ্ট্রের যে ছয়টি জেলায় বেশি আত্মহত্যা করেছে সেই এলাকায় ভারত সরকারের বিশ্বের অর্থ প্যাকেজ বরাদ্দ করাহয়েছে বলে জানান মন্ত্রী বিজয় ওয়াদেতিয়ার।
এই ঘটনায় বিরোধীরা আক্রমণ করেন মোদি সরকারকে।