|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:আন্তর্জাতিক যোগ দিবস প্রতিবছর ২১ শে জুন পালিত হয়। এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হলো যোগব্যায়ামের মাধ্যমে মানুষকে সুস্থ ও স্বাস্থ্যকর জিবন সম্পর্কে সচেতন করা। এই দিনটি শুধু মাত্র যোগের প্রাচীন ভারতীয় ঐতিহ্যর প্রতি সম্মান প্রদর্শনই করে না,বরং শারীরিক ,মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থের উপর এর গভীর প্রভাবও প্রতিফলিত করে। এদিন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে শুরু হয়ে গেলো যোগ ও ধ্যানের অনুষ্ঠান। বহু মানুষকে এই অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। পাশাপাশি মহাসমারোহে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো চাপলা পুরানো স্কুল মাঠ এলাকায়। প্রথমে উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়,মহাসমারোহে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় চাপলা স্কুল মাঠ এলাকায়। শুক্রবার বিকাল তিনটে থেকেই যোগ দিবস উপলক্ষ্যে স্কুল মাঠে একত্রিত হয়েছিলেন বহু দূরদূরান্তের অভিভাবকেরা ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ও এলাকার বহু বুদ্ধিজীবী মানুষ সহ অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকারা। এদিন ছাত্র-ছাত্রীদের নিয়ে খোলামাঠেই আয়োজিত হয় এই আন্তর্জাতিক যোগ দিবস। যোগাভ্যাসের মাধ্যমে রোগমুক্ত তথা সুস্থ শরীর গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মিলন জোগা একাডেমির মূল কর্ণধর মিলন মন্ডল। এই দিনটি পালন করা নিয়ে খুশি চাপলা এলাকার জনগণ ও যোগব্যায়াম প্রশিক্ষকরাও। পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে মমেন্ট তুলে দেন মিলন একাডেমির মূল কর্ণধর মিলন মন্ডল। জীবনে যোগ ও ধ্যানের দ্বারা কি ভাবে সুস্থ ও সুন্দর করে তোলা যায় সেই বার্তাই দিলেন এই প্রতিষ্ঠানের তরফ থেকে।এদিন আন্তর্জাতিক যোগদিবস অনুষ্ঠানে যোগ দিতে আসা বুদ্ধিজীবী রা বলেন,এখানে এসে মনে শান্তি পেয়েছেন।নিজের কাজের উৎসাহ বৃদ্ধি পেয়েছে অনেকটাই। সকলেই জানালেন তাঁরা যোগ চর্চা করে কতখানি উৎসাহিত। তারা আরো বলেন শরীর ও মনকে সুস্থ রাখতে আমাদের প্রত্যেকেরই শরীরচর্চার পাশাপাশি মেডিটেশন করা একান্ত প্রয়োজন বলে মনে করি।