মহা সমারহে পালিত হল শিক্ষক দিবস নবাবপুর হাই মাদ্রাসায়

সেখ আব্দুল আজিম, চন্ডীতলা : আজ ৫ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জন্মদিন উপলক্ষে প্রতি বৎসরের ন‍্যায় এবছরও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালিত হল। কুরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। হুগলি জেলার চন্ডীতলা ১ নাম্বার ব্লকের অন্তর্গত শতবর্ষ প্রাচীন নবাবপুর হাই মাদ্রাসা।এদিন নবাবপুর হাই মাদ্রাসায় শিক্ষক দিবস সাড়ম্বরে পালিত হয়।এদিনের অনুষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্য হল ছাত্রছাত্রীরা শিক্ষকের ভূমিকা পালন করে বিভিন্ন ক্লাস করায়।এবং মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে মধ‍্যাহ্নকালিন ভোজের আয়োজন করা হয়।এদিন প্রায় ১২ শো ছাত্রছাত্রী উপস্থিত ছিল।এছাড়াও ছাত্রছাত্রীদের তরফ থেকে শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা প্রদান করা হয়।শতবর্ষ অধিক এই শিক্ষা প্রতিষ্ঠান টি জেলা স্তরে যথেষ্ট সুনাম অর্জন করেছে ইতিমধ্যে।নবাবপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মহম্মদ ফাসিউর রহমান সিদ্দিকীর সহযোগিতায় ও ছাত্রছাত্রীদের উদ‍্যোগে আজ এই মহতী অনুষ্ঠান যথেষ্ট সারমর্ম হয়ে ওঠে।