মহাত্মা গান্ধীজীর 150 তম জন্মজয়ন্তী

সংবাদদাতাঃ 2 রা অক্টোবর মহাত্মা গান্ধাজীর 150 তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হয়ে গেল আমডাঙা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজে।
সার্ধশতবর্ষের এদিনের অনুষ্ঠানে এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। কলেজের ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকা সহ আরও বহু মানুষের সাগ্রহ অংশগ্রহণে এদিনের অনুষ্ঠান এক অন্যমাত্রা পায়।
এদিনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের এইচ.ও.ডি বজলুর রহমান মহাশয়। তিনি বলেন ‘গান্ধীজির কিছুটা হলেও সঠিক মূল্যায়ণ করতে পেরেছিলেন ব্রিটিশ রা। ভারতীয়রা এই মহান মানুষটিকে এখনও সম্পূর্ণ উপলব্ধি করে উঠতে পারেনি।’ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের অধ্যাপক ইকবাল হাসান সহ আরও বহু বিশিষ্টজন। অনুষ্ঠানের শুরুতে গান্ধীজির মূর্তি তে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কলেজের ডিএলএড এর ছাত্রী সুগায়িকা শুচিস্মিতা মুখার্জী এবং শম্পা দত্ত। অধ্যাপক সনৎ বিশ্বাস গান্ধীজিকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন। এদিনের অনুষ্ঠানের মূল আর্কষণ হয়ে দাঁড়ায় বিএড এর ছাত্রী অন্তরা নাগ এর গাওয়া সংগীত ।
এদিনের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাবলু সরকার । তাঁর সুযোগ্য কবিতা, গান, আবৃত্তি, নৃত্য ও বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানটি প্রতিমুহূর্তে আরও মননশীল ও তথ্যসমৃদ্ধ হয়ে উঠছিল। এদিনের অনুষ্ঠানের শেষে সভাপতির পক্ষ্য থেকে সকলকে এই মহান দিনের আদর্শ ও শুভেচ্ছা জানিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।