|
---|
আর এ মণ্ডল,ইন্দাস : আজ ২০ অক্টোবর বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মহেশপুর হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে এলাকাস্থিত ৫৩ টি বিদ্যালয়ের ৪৮০ জন ছাত্র ছাত্রী হাতের লেখা ও অঙ্কন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।হাতের লেখায় ৩১৭ এবং অঙ্কনে ১৬৩ জন। সমগ্র অনুষ্ঠানটির উদ্যোক্তা ও ব্যবস্থাপনায় ছিলো মহেশপুর প্রণব যাত্রা ইউনিট। উল্লেখ্য যে এটি দ্বিতীয় বর্ষের অনুষ্ঠান। সংগঠনের সম্পাদক অক্ষয় কুমার বাগ্দী,সহ সম্পাদক উত্তম কুমার দাস এবং বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দাস-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে,সদস্য কামাখ্যা শেখর বাগ্দী প্রমুখ। এছাড়াও ছিলেন গ্রামের বিশিষ্ট ব্যক্তিগণ।
অনুষ্ঠানে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, ছিলেন সি এইচ ও প্রিয়া কাইতি ও আশা কর্মী ফাল্গুনি বাগ্দী।
সঞ্চালক ছিলেন দেব নারায়ন শালুই। হাজারের অধিক মানুষ মধ্যাহ্ন ভোজন করেন।