|
---|
লুতুব আলি, নতুন গতি : মহিলা বিল দ্রুত কার্য করার দাবিতে কলকাতায় মিছিল। ৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবস উপলক্ষে মহিলা বিল দ্রুত কার্য করার দাবিতে কলকাতা রাজপথে সামিল হল স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন। ৯ মার্চ স্বজনের ডাকে হাজির হয়েছিল মহিলারা। স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু আন্তর্জাতিক নারী দিবসের ভূমিকা ও মহিলা বিল দ্রুত কার্য করার দাবি তোলেন। এদিন শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে মূল অনুষ্ঠান শুরু হওয়ার প্রাক্কালে মহিলাদের নিয়ে এক বর্ণাঢ্য অদযাত্রা অনুষ্ঠিত হয়। স্বজনের মুখ্য পৃষ্ঠপোষক বরুণ চক্রবর্তী, মুখ্য উপদেষ্টা ডাঃ সিরাজুল ইসলাম ঢালী, ডা: অনির্বাণ কুন্ডু, পান্না দাস, সোমনাথ চক্রবর্তী, শেখ মনির উদ্দিন, চেয়ারম্যান রঞ্জনা গুহ, সভাপতি মুনমুন মুখার্জি, সহকারি চেয়ারম্যান তমা কর্মকার, মুখ্য সংগঠক প্রণতি ভট্টাচার্য, পৌলভি মিশ্র, মনীষা মজুমদার, স্মৃতি বিশ্বাস এ দিনের বর্ণাঢ্য পদযাত্রায় চন্দ্র বসুর সঙ্গে নেতৃত্ব দেন। এদিন বাসন্তী আবহাওয়া য়ে নারী দিবস পালনে স্বতঃস্ফূর্ত ভাব লক্ষ্য করা যায়। বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশ তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। এর মোকাবেলা করার জন্য সবুজয়ান দরকার। তাই বৃক্ষ রোপনের বার্তা দিতে অনুষ্ঠানে চারা গাছ বিতরণ করেন গাছ কাকু চন্দ্রনাথ বসু। এরপর নারী দিবস নিয়ে কবিতা পাঠ ও আলোচনা করেন অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট কবি অগ্নিশিখা। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ সীমা রায়, অর্পিতা বন্দোপাধ্যায়, সোনালী ঘোষ, সোমনাথ চক্রবর্তী প্রমুখ। এদিনের অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুকুল চক্রবর্তী।