|
---|
সেখ সামসুদ্দিন, ৩১ মেঃ মেমারি শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মেমারি নতুন বাসস্ট্যান্ডে একটি রক্তদান শিবির করা হয়। বর্ধমান ক্যামরি হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিনের এই রক্তদান শিবির হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা মেমারি শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মানসুরা বেগম সহ কাউন্সিলরবৃন্দ, বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা অচিন্ত্য চ্যাটার্জী, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশীষ ঘোষদস্তিদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনে মহিলা পরিচালিত রক্তদান শিবির হলেও মহিলাদের সঙ্গে পুরুষরাও রক্তদান করেন।