|
---|
নূর আহমেদ : মেমারি মোহনবাগান ফ্যানস ক্লাবের উদ্যোগে রবিবার বিকালে মিলনসঙ্ঘ পাঠাগারে মোহনবাগান দিবস পালন করা হয়। মোহনবাগান এর পতাকা উত্তোলনের মাধ্যমে ও এক মিনিট নীরবতা পালনের মধ্যে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবপ্রসাদ সরকার, সহ সভাপতি আশিস ঘোষ দোস্তিদার, বিশেষ অতিথি অজয় ভট্টাচাৰ্য। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন মেমারি মোহনবাগান ফ্যানস ক্লাবের সভাপতি অমিত চক্রবর্তী। অনুষ্ঠান শেষে ক্লাব সদস্য সৌভিক রায় চৌধুরী বলেন মেমারি ও তদসংলগ্ন এলাকার ফুটবল কোচিং একাডেমি খেলোয়াড় দের একত্রিত করে আগামী দিনে কোনো ফুটবল প্রতিযোগিতা অনুর্ধ ১৪ শুরু করা যায় সেই চেষ্টা করা হবে। একই সাথে মেমারি থেকে ভালো ফুটবল খেলোয়াড় তৈরি করার চেষ্টা করা হবে। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সেঁহাশীষ রায়, অনুদেব দাস, সৌমেন চৌধুরী প্রমুখ।
নূর আহমেদ মেমারি