মহরম উপলক্ষ্যে গাছের চারা বিলি

নিজস্ব সংবাদদাতা :  লকডাউনের ফলে মানুষের জনজীবন বিপর্যস্ত। সাধারণ মানুষের বেশির ভাগ সময় কাটছে ঘর বন্দি হয়ে। এই সুযোগ টা ঠিক ভাবে কাজে লাগাচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। মানুষকে গাছ লাগাতে উৎসাহ দান করতে এই বছর তাদের স্লোগান ‘গাছ লাগাবেন আপনি, চারা দেব আমরা।’ এই স্লোগান কে সামনে রেখে এই বছর রাজ্যের বিভিন্ন জেলাতে গাছের চারা রোপণ এবং বিলি করা হয়। আজ সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। মহরম উপলক্ষ্যে হুগলির ভাদুয়ার পুকুর পাড়ায় গাছের চারা বিলি করা হয়,সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এলাকার চারমিনার স্পোর্টিং ক্লাব । অনেকেই মহরম কে অন্যভাবে পালন করেন, কেউ লাঠি খেলেন, নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করে রক্ত ঝরান। এইভাবে না করে গাছের চারা দিয়ে, বৃক্ষ রোপন করে পবিত্র মহরম পালন করা যায় সেটা এই সংস্থার সবুজ সৈনিককের দল বুঝিয়ে দিলেন।