|
---|
সুবিদ আলী মোল্লা, উত্তর ২৪ পরগনা :
গত ২১শে মার্চ, ২০২৩ উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত সুবিদপুর কিশোর সংঘের পরিচালনায় ও বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় ২দিন ব্যাপি ৩১ তম মহতি রক্তদান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কিশোর সংঘের মুখ্য পরিচালক শাজাহান মন্ডল | বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিলীপ মন্ডল, আলফাজ হোসেন, প্রদীপ লাহা, কাইচ খান, মাফকুর রহমান,ইউনুস হোসেন,সৌরভ শেখ| অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেন আজিবর মোল্লা, নাসির মন্ডল, রাজেশ মন্ডল প্রমুখ | অনুষ্ঠানের প্রথম দিন রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন নীল রতন সরকার মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক |অনুষ্ঠানে বিশেষ অতিথীরা তাদের বক্তব্যে রক্তদানের মহত্ত্বকে তুলে ধরেন । রক্তদান শিবির কে কেন্দ্র করে এলাকার মানুষের উপস্থিতি ছিল উৎসাহ ব্যঞ্জক । মোট ৪৫ জন মানুষ তাদের
অমূল্য রক্তদান করেন। ২২ শে মার্চ ছিল অনুষ্ঠানের শেষ দিন।