|
---|
নিজস্ব সংবাদদাতা : নতুন গতি : দুর্গাপুরে বিদ্যা রত্ন পুরস্কারে ভূষিত হলেন মানবাধিকার কর্মী কাজী মোঃ রফিক। ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিল আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠান হল দুর্গাপুরের সৃজনীতে। দুর্গাপুর ও রাজ্যের বিভিন্ন জায়গার কৃতি মানুষ ও ছাত্র-ছাত্রীদের এই অনুষ্ঠানের সংবর্ধিত করা হল। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কাজী নজরুল ইউনিভার্সিটির ডক্টর দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংগঠনের চেয়ারম্যান সঞ্জয় সিনহা। এই বর্ণময় অনুষ্ঠানে বিদ্যারত্ন পুরস্কারে ভূষিত করা হয় বর্ধমান ও জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক তথা মানবাধিকার কর্মী কাজী মোঃ রফিক কে। এক সাক্ষাৎকারে কাজী বিদ্যা রত্ন পুরস্কার পেয়ে গর্ব অনুভব করছি। এই পুরস্কার পেয়ে আমার দায়িত্ব আরো বেড়ে গেল।