মহুলবন সাহিত্য গোষ্ঠীর ৫ মঞ্চে ৫০০ শিল্পীর অনুষ্ঠান পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি তে।

লুতুব আলি, নতুন গতি : মহুলবন সাহিত্য গোষ্ঠীর ৫ মঞ্চে ৫০০ শিল্পীর অনুষ্ঠান পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি তে। মহুল বোন সাহিত্য গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হল ৫ মঞ্চে ৫০০ শিল্পীর পঞ্চম মঞ্চের অনুষ্ঠান কলকাতা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমী সভাগৃহে। ২৪ জুলাই পুরুলিয়ার ঝুমুর সম্রাট শলাবৎ মাহাতো স্মরণে অনুষ্ঠানের মঞ্চ উৎসর্গ করা হয়। ২২ শে শ্রাবণ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুস্পর্গ নিবেদন করে অনুষ্ঠানের নান্দনিক শুভ সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে কবি তাপস দত্ত ও মোহন বনের সম্পাদক তথা বিশিষ্ট কবি নরেন্দ্রনাথ সেনগুপ্তের একটি করে কবিতার বই প্রকাশিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি ও অন্যান্য কবিরা হলেন, কেশব রঞ্জন, পিনাকী রায়, মুকুন্দ বিহারী বিশ্বাস, সাতকর্ণী ঘোষ, প্রদীপ গুপ্ত, বিশিষ্ট কবি, সম্পাদিকা ও সঞ্চালিকা অন্তরা সিংহ রায়, বাচিক শিল্পী অঞ্জল চট্টোপাধ্যায়, রুপা মজুমদার, যুথিকা মজুমদার, শ্রাবন্তী ঘোষ, কবি দ্যুতি দত্ত প্রমুখ। মহুলবন সাহিত্য গোষ্ঠীর সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্ত জানান, মহুল বনের এই পঞ্চম মঞ্চের অনুষ্ঠানে রাজ্যের বহু জেলার শতাধিক কবি ও আবৃত্তি শিল্পীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহুল বন সাহিত্য সম্মান প্রদান করা হয় কবি আশিস গিরি, বাচিক শিল্পী চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়, ডালিয়া বসু সাহা, বিদ্যুৎলতা মুখোপাধ্যায় কে। উল্লেখ উল্লেখ্য, পাঁচ মঞ্চে যে সমস্ত জায়গায় ৫০০ শতাধিক গুণী ব্যক্তিদের দিয়ে যে সমস্ত মঞ্চে অনুষ্ঠান করা হয় সেগুলি হল: গত ১০ ডিসেম্বর ২০২৩ সালে লাবণ্য প্রভা ঘোষ মঞ্চ পুরুলিয়া স্বয়ংসিদ্ধা ভবন, ৪ ফেব্রুয়ারি ২০২৪ গম্ভীর সিংহ মুড়া মঞ্চ নলিনী সভা ঘর কলকাতা, ২৯ মার্চ ২০২৪ সালে নরনারায়ণ চট্টোপাধ্যায় মঞ্চ শিশু শিক্ষা নিকেতন পুরুলিয়, ১৬ জুন ২০২৪ সালে সিন্ধুবালা যে বিমঞ্চ পুরুলিয়া স্বয়ংসিদ্ধাভবন, ২৪ জুলাই ২০২৪ সালে শলাবৎ মাহাতো মঞ্চ, পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি সভাঘর, কলকাতা। বিশিষ্ট কবি, সম্পাদিকা, সঞ্চালিকা অন্তরা সিংহ রায় বলেন এই অনুষ্ঠানের অভিনবত্ব ছিল। সামগ্রিকভাবে অনুষ্ঠান মনকে স্পর্শ করে। পুরুলিয়ার মত একটি জেলা থেকে কলকাতায় এসে নরেন্দ্রনাথ সেনগুপ্তের উদ্যোগে মহলবন সাহিত্য গোষ্ঠীর অনুষ্ঠানের বৈশিষ্ট্য দেখে উপস্থিত সকলে প্রশংসা করেন। বিশেষ করে মহল বোন পুরুলিয়া জেলার সাহিত্য সংস্কৃতি চর্চা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।