|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের প্রতিপক্ষ ছিল নর্থ ইস্ট ইউনাইটেড। মোহনবাগান তালিকায় ২ নম্বরে রয়েছে, অপরদিকে নর্থ ইস্ট করেছে সবার শেষে। দুর্দান্ত খেলে মোহনবাগান এই ম্যাচে জয়লাভ করলো। খেলার প্রথম থেকেই আক্রমণের গতি বাড়ায় মোহনবাগান। দুর্দান্ত খেলে ম্যাচের ৩৫ মিনিটে গোল করে এগিয়ে যায় মোহনবাগান। এর কিছুক্ষণ পরে সমতা ফেরায় নর্থইস্ট। খেলা যখন ড্রয়ের পথে চলছে, সেই সময়ের চমক দেখায় শুভাশিস। শুভাশিসের কারিশমাতে ম্যাচের ৮৯ মিনিটে মোহনবাগান তার দ্বিতীয় গোল করে ম্যাচ জিতে নয়। খেলার ফলাফল মোহনবাগান ২ নর্থ ইস্ট ১।