মাচিন্দা এফসি কে উড়িয়ে দিয়ে এফসি কাপ অভিযান শুরু করলো মোহনবাগান

সজল দাশগুপ্ত, শিলিগুড়ি : ডার্বি ম্যাচের তিক্ত স্মৃতি ভুলে আবার ছন্দে মোহনবাগান সুপার জয়েন্ট। এদিন এএফসি কাপের প্রাথমিক রাউন্ডের খেলায় নেপালের মাছিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারাল মোহনবাগান। সবুজ মেরুনের দুটো গোল করেন আনোয়ার আলী ও একটি গোল করেন আজি বিশ্বকাপার জেসন কামিংস। আজ শুরু থেকে দুর্দান্ত ছন্দে সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের ৩৮ মিনিটে গোল করেন আনোয়ার আলী।

    ম্যাচের বয়স যখন ৫৯ মিনিট একটি দুর্দান্ত থ্রু পাস থেকে কামিংস এর গোলে আবারও এগিয়ে যায় মোহনবাগান। এরপর কিছুটা ম্যাচে ফিরে মচিন্দা এফসি, একটি গোল করে ব্যবধান কমায়। তবে আবারো নিজের নিখুঁত শৈলীতে আনোয়ার আলী গোল করে ব্যবধান বাড়ায় আনোয়ার আলী।