রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়-এর প্রথম প্রয়াণ দিবসে মইনুল হাসানের বই প্রকাশ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পার্থ সেনগুপ্ত ও প্রণব মুখোপাধ্যায় ছিলেন আজন্ম সুহৃদ। একসঙ্গে করেছেন পশ্চিমবঙ্গ নিরক্ষরতা দূরীকরণ সমিতি। বিদ্যাসাগরের ভাঙা মূর্তি প্রতিষ্ঠায় দু’জনেই নেতৃত্ব দিয়েছেন। প্রণববাবু রাষ্ট্রপতি হলেও পার্থ সেনগুপ্ত’র সঙ্গে তাঁর যোগাযোগ ছিন্ন হয়নি। পার্থবাবুর সব উদ্যোগে জড়িয়ে থেকেছেন তিনি।

    সদ্য প্রয়াত হয়েছেন পার্থ সেনগুপ্ত। তাঁর স্মৃতিচারণা করে একটি বই লিখেছেন মইনুল হাসান। ‘পার্থ সেনগুপ্ত– একটি ব্যতিক্রমী মানুষ’। বইটির প্রকাশক সূত্রধর। বইটি মইনুল হাসান উৎসর্গ করেছেন ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়কে।

    ৩১ আগস্ট প্রণববাবুর প্রথম প্রয়াণ দিবসে বইটি প্রণব পুত্র প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি’র হাতে তুলে দেন লেখক স্বয়ং। উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত সাহা, সাবিনা ইয়াসমিন, সাংসদ খলিলুর রহমান, জেলার বিধায়কগণ। বিশিষ্ট শিক্ষাবিদ মোহ: সোহরাব ও আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।