রেস্তোরাঁর স্বাদেই মোজিটো মিলছে ফুটপাতে

নিজস্ব প্রতিবেদক:- রেস্তোরার মোজিটো এবার ফুটপাতেই। সাধারণত মোজিটো (Mojito) আমরা কোনও বড় রেস্তোরাঁয় দেখতে পাই। তবে এবার রেস্তোরাঁর স্বাদেই মোজিটো (Mojito) মিলছে ফুটপাতের দোকানে। তাও আবার অবাক করা কম দামে। এ যেনো চৈত্র মাসের সেল দিচ্ছেন দোকানদার। যে মোজিটো খেতে রেস্তোরায় গেলে খরচ করতে হয় ৭০ থেকে ১০০ কিংবা তারও বেশি। আর সেই মোজিটো (Mojito)পূর্ব বর্ধমানের রাজবাড়ি সংলগ্ন ফুটপাতে বিক্রি হচ্ছে মাত্র ২০ থেকে ৫০ টাকা মূল্যে। গত এক মাস ধরে এই ফুটপাতে মোজিটো (Mojito) এর ব্যবসায় মজেছেন হোটেল ম্যানেজমেন্ট পাস করা শেখ সিরাজ। চাকরি বাকরি কম করেন নি এই ৩০ বছরের সিরাজ। তবে কোনও কিছুতেই মন টাকাতে পারেন নি তিনি। নিজে কিছু করার অদম্য ইচ্ছেই তাঁকে বাধ্য করল ফুটপাতে মোজিটোর (Mojito) ব্যবসা শুরু করতে। সেই মতো সিরাজ ফুটপাতের একটি ঘুমটিতেই সাজালেন মজিটোর পসরা। আর যা খেতে দূর দুরান্ত থেকেও আসছেন অনেকে। কেউ লোক মুখে শুনে তো কেউ সোশ্যাল মিডিয়ায় দেখে ছুটে আসছেন সিরাজের মোজিটো খেতে। সব মিলিয়ে মোজিটোর দোকানে ভিড় রয়েছে চোখে পড়ার মতো। মোজিটো খেতে আসা ক্রেতা অর্ক মন্ডল, সায়ন নন্দীরা বলেন, প্রায় প্রতিটি ফ্লেবার টেস্ট করা হয়ে গিয়েছে। রেস্তোরার তুলনায় কম দাম তবে স্বাদের দিক থেকে রেস্তোরার তুলনায় কোনও অংশে কম নয়। দারুন খেতে। আর এই গরমে এমন সুস্বাদু ঠান্ডা পানীয় খেতে কার না ভালো লাগে। আর এক ক্রেতা যিনি কলকাতা থেকে আসা নাতির মুখে শুনে এসেছেন সিরাজ দার মোজিটো কিনতে।