|
---|
নিজস্ব সংবাদদাতা :তিন ঘন্টা তান্ডব দেখানোর পর ধীরে ধীরে শান্ত হয় ঘূর্ণিঝড় মোকা। মায়ানমার সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় তান্ডব লীলা চলায়। রীতিমতো আতঙ্কের প্রহর গুনতে হয়েছে ওইসব এলাকার বাসিন্দাদের। ঘূর্ণিঝড় মোকা এখন অতীত। তবে আরেকটি ঘূর্ণিঝড় উঁকি দিচ্ছে নাম ফ্যাবিয়ান।
জুম আর্থে বিষয়টি লক্ষ্য করা গেছে। স্যাটেলাইট চিত্র মারফত দেখা গেছে দক্ষিণ ভারত মহাসাগরে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় টিকে। তবে কোন কোন দেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে ফ্য৷ বিযান সে বিষয়ে জানা যায়নি।
এছাড়া ল্যান্ড ফল কোথায় করবে সেই বিষয়ে জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ ভারত, মায়ানমার, ফিলিপাইন্স ,শ্রীলংকা, সহ আরো বেশ কিছু এলাক ায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে।