|
---|
নিজস্ব সংবাদদাতা: সকালে বেরিয়ে মোমো তৈরী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।আজ সকালে তিনি তার আধিকারিকদের সাথে প্রাতভ্রমনে বের হন,এর পরে তিনি এক প্রবীন মহিলা মোমো বিক্রেতার দোকানে ঢোকেন।সেখানে গিয়ে তিনি দেখেন ওই বৃদ্বা মহিলা মোমো তৈরী করছেন।তিনি তখন ওই মহিলার হাত থেকে বেলনচাকি নিয়ে প্রথমে বেলতে থাকেন,পরে তিনি নিজে অনেকগুলি মোমো তৈরী করে ফেলেন। মুখ্যমন্ত্রী জানান আমি এর আগের বারে এসে শিখে গেছি কিভাবে মোমো তৈরী করতে হয়,আর এবারে এসে মোমো বানিয়ে ফেললাম।ছোট ছোট বাচ্চারা মোমো খেতে পছন্দ করে। দার্জিলিং ঠাণ্ডার জায়গা এখানে মোমো খুব জনপ্রিয় তা আমি জানি। মুখ্যমন্ত্রী অনেকক্ষন বসে ওই মহিলার সাথে কথা বলেন।ওই বৃদ্বা মহিলা তাকে জানান তিনি প্রায় কুড়ি বছর ধরে এখানে মোমো তৈরী করছেন। তার মোমো বাচ্চাদের কাছে প্রচণ্ড জনপ্রিয় বলে জানান ওই বৃদ্বা মহিলা। মুখ্যমন্ত্রী ওই মহিলার কাছ থেকে বেশ কয়েকশো টাকার মোমোও কেনেন।আজই মুখ্যমন্ত্রীর কলকাতা ফিরে যাবার কথা তাই তিনি ওই বৃদ্বা মহিলার কাছ থেকে বিদায় নেন। ওই বৃদ্বা মহিলাও মুখ্যমন্ত্রীকে পাহাড়ী ফুলের তোড়া উপহার দেন।