|
---|
আজিজুর রহমান, গলসি : কেক কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হল। আর তাঁর দীর্ঘায়ু কামনায় ১০০০ জন দুস্থকে শীতবস্ত্র উপহার দিলেন লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম। পাশাপাশি এলাকার বেশ কিছু ক্ষুদেদের হাতে ফুটবল ও ব্যাট-বল তুলে দেওয়া হয়। জানা গেছে, দীর্ঘ এগারো বছর ধরে ওই কর্মসূচি পালন করে আসছেন ফজিলা। এই কাজের জন্য তিনি এলাকার মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন। তাছাড়াও সারাবছরই তিনি এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করেন। বিশেষত, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য তিনি আর্থিক সহায়তা থেকে শুরু করে শিক্ষা উপকরণ প্রদান করেন। তাঁর এই মানবিক কাজে এলাকার অনেকেই উপকৃত হয়েছেন।
এদিন গলসি ১ নম্বর ব্লকের রাইপুর গ্রামে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত মানুষদের মনোরঞ্জনের জন্য যোগ দেন অভিনেত্রী মেঘনা হালদার। তিনি তাঁর মনোমুগ্ধকর নাচ ও গানের পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়ে তোলেন। এতে উপস্থিত সকলেই আনন্দে মেতে ওঠেন। এমন অনুষ্ঠানের আয়োজনের জন্য খুশি হয়েছেন এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দা রেখা বাগদি বলেন, ফজিলা বেগম ও তাঁর স্বামী জাহির আব্বাস মিলে সারাবছর দুস্থদের পাশে দাঁড়ান। যে কোন প্রয়োজনে জাহির আব্বাসের কাছে আসলে তিনি কাউকে খালি হাতে ফেরাননা। তিনিও সবসময় ফজিলার পাশে থেকে এলাকার দুঃস্থ মানুষদের সাহায্য করেন। জাহিরও সদাসর্বদা সমাজকল্যাণমূলক কাজে নিজেকে যুক্ত রাখেন।
এলাকার বাসিন্দা শ্রীকান্ত দাস বৈরাগ্য বলেন, “ফজিলা বেগম ও জাহির আব্বাস আমাদের আস্থা ও ভরসার মানুষ। হিন্দুদের মন্দির নির্মাণেও তারা অর্থ সাহায্য করে পাশে দাঁড়ান। তাঁর কথায়, ” দীর্ঘ এগারো বছর ধরে ফজিলা ও জাহির যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। তাঁদের এই উদ্যোগ আমাদের সবাইকে অনুপ্রাণিত করে।”