মঞ্চপ্রসূন রেপার্টরি থিয়েটার এর পক্ষ থেকে নাট্য শিল্পীদের মধ্যে সনদ প্রদান

রহমতুল্লাহ, আহাদুর জামান : বাগেরহাটের মংলায় দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ে শনিবার ০৭ই মে-২০২২ তারিখে মঞ্চপ্রসূন রেপার্টরি থিয়েটার এর পক্ষ থেকে “লক্ষ মুজিব ঘরে ঘরে” নাটকের জন্য নাট্য শিল্পীদের মাঝে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়েছে। দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সনদপত্র প্রদান করাহয়। উল্লেখ্য গত ২৪শে মার্চ-২০২২ বৃহস্পতিবার দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট নাট্য নির্দেশক ও অভিনেতা তপু চক্রবর্ত্তীর রচনা ও মঞ্চপ্রসূন এর সহযোগিতায় মঞ্চস্থ হয় মঞ্চ নাটক “লক্ষ মুজিব ঘরে ঘরে” উক্ত নাটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন, দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বাবু ধ্রুব শংকর রায়, এবং ইয়াহিয়া খানের চরিত্রে অভিনয় করেন, বিশিষ্ট অভিনেতা তপু চক্রবর্ত্তী। এছাড়াও দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। উক্ত নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে সাধারণ মানুষের অবদান, পাকবাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ ও নির্যাতনের চিত্র, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান। বর্তমান সময়ে নারীর ক্ষমতায়ন,নারী শিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধ। বঙ্গবন্ধুর চেতনায় তাঁরই সুযোগ্যা উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তোলা এক অদম্য বাংলাদেশের চিত্র। সর্বোপরি বঙ্গবন্ধুর চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। ছাত্র ছাত্রীদের অনন্য অসাধারণ অভিনয়ের জন্য এই নাটকটি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া জাগিয়েছে।

    আজ কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত ক্রেস্ট ও সনদ পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ,বাবু তুষার কুমার গাইন, তিনি নাটকের ভুহঃসী প্রশংসা করে বলেন, এই নাটকটি মঞ্চায়নের মাধ্যমে দিগরাজ কলেজ এক ইতিহাসের সাক্ষী হয়ে গেল, তিনি এই নাটকের সাথে সংশ্লিষ্ট শিল্পী কলাকুশলীদের অভিনন্দন জানিয়ে বলেন, এধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভবিষ্যতে আরও সহযোগিতা করার আশ্বাস দেন।তপু চক্রবর্ত্তীর প্রশংসা করে বলেন তিনি যেন এই নাটককে বিশ্বদরবারে উপস্থাপন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বাবু, কিশোর কুমার পাল, মঞ্চপ্রসূন রেপার্টরি থিয়েটার এর কর্ণধার বিশিষ্ট অভিনেতা তপু চক্রবর্ত্তী। এছাড়াও গণমাধ্যম কর্মী ও লেখক আহাদুর জামান। এবং এই নাটকের সাথে সংশ্লিষ্ট শিল্পীবৃন্দ।