|
---|
সেখ সামসুদ্দিন, ২৬ মার্চঃ দেশে যখন ধর্মের নামে বিভাজন রাজনীতি চলছে, সেই জায়গায় সম্প্রীতির নজির সৃষ্টি করলেন মেমারির এক মুসলিম মহিলা কাউন্সিলর। রমজান মাস চলাকালীন একজন মুসলিম মহিলা রোজা রেখে হিন্দু ধর্মের শ্মশান কালী মন্দিরের প্রবেশদ্বার উন্মোচন করে নজির স্থাপন করলেন কাউন্সিলার কাশ্মীরা বেগম। প্রবেশদ্বারটি নির্মাণ করেছেন এলাকারই বাসিন্দা গদাধর মোহন্ত। তার স্বর্গীয় পিতা তারাপদ মোহন্ত ও মাতা মায়াবতী মোহন্তের স্মরণে এই প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে বলে জানা যায়। কাশ্মীরা বেগম জানান, মানুষের একটাই ধর্ম সেটা হলো মানব ধর্ম। তাই প্রত্যেক ধর্মের প্রতি প্রত্যেকের শ্রদ্ধাশীল হওয়া উচিত ।