|
---|
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর : ৩ মার্চ, মুর্শিদাবাদের বহরমপুরে ‘মহারাজা মণীন্দ্র চন্দ্র নন্দী শহর গ্রন্থাগার’ হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল বিশিষ্ট গিটারিস্ট সৌমেন্দু লাহিড়ী সম্পাদিত ‘মনের কথা’ সংবাদ সাহিত্য মাসিক ই-পত্রিকা। সম্পাদকের বাড়ি বহরমপুরের খাগড়া এলাকায়, সেখান থেকেই নতুন এই ই-পত্রিকা প্রকাশ শুরু করলেন তিনি। এছাড়া এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল সৌমেন্দু বাবুর সম্পাদনায় তাঁর একমাত্র পুত্র সোহম লাহিড়ীর প্রথম কাব্যগ্রন্থ ‘আত্মোপলব্ধি’।
উদ্বোধনে করলেন উক্ত গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক আশিষ কুমার রায়, ‘অনুভূতির কথায়’ পত্রিকা ও প্রকাশনীর কর্ণধার হামিম হোসেন মণ্ডল। উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক সৌমেন্দু লাহিড়ী, গ্রন্থাগারের দপ্তরী ও বুক বাইণ্ডার নরত্তম পাল, আইনের ছাত্র সোহম লাহিড়ী প্রমুখ।
সৈদাবাদের এই বাড়িটি মহারাজা মনীন্দ্র চন্দ্রের রাজবাড়ি। একসময় মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগার ছিল এখানেই। সহকারী গ্রন্থাগারিক জানান, গ্রন্থাগারের জন্যই রাজবাড়ির একটি অংশ দেয় মহারাজা পক্ষ। পরবর্তীতে জেলা গ্রন্থাগার স্থান পরিবর্তন করলে ১৯৯৫ সাল থেকে এটি শহর গ্রন্থাগার হিসেবে রয়েছে।