নির্মল বাংলা প্রকল্পের প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা আর্থিক তছরুপের অভিযোগে মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের এক সহকারি আধিকারিককের বিরুদ্ধে

নতুন গতি নিউজ ডেস্ক ,মালদা:  নির্মল বাংলা প্রকল্পের প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা আর্থিক তছরুপের অভিযোগে মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের এক সহকারি আধিকারিককে গ্রেফতার করল রতুয়া থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়া ১ ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় । সম্প্রতি কাঠ মানি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া হুঁশিয়ারি পর মালদায় সরকারি বিভিন্ন স্তরের  কাজ নিয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ ও প্রশাসন । আর তারই অঙ্গ হিসাবে এদিন ওই সরকারি আধিকারিককে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্তারা।

    শনিবার ধৃত ওই সরকারি আধিকারিক প্রমোদ কুমার সরকারকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় ৷ যদিও আদালতে যাওয়ার পথে ধৃত সরকারি ওই আধিকারিকের বক্তব্য , শুধু তিনিই নন, এই কাণ্ডে জড়িত রয়েছেন পঞ্চায়েতের আরও অনেকে ৷

    উল্লেখ্য, ২০১৭ সালে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান সুকেশ যাদব সহ কয়েকজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তাদের যোগসাজশ করে মিশন নির্মল বাংলা প্রকল্পে কোন কাজ না করেই প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা সরকারি অর্থ তছরুপ করেছেন ৷ এই অভিযোগ পেয়ে রতুয়া -১ ব্লকের তৎকালীন বি.ডি.ও অর্জুন পাল প্রশাসনিক তদন্তের নির্দেশ দেন ৷ তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে ২০১৭ সালের ৬ নভেম্বর তিনি প্রধান সুকেশ যাদব সহ এগজিকিউটিভ অ্যাসিস্টেন্ট প্রমোদ কুমার সরকারের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷

    সংশ্লিষ্ট ব্লকের বিডিওর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় ৷ পরিস্থিতি বেগতিক দেখে সুকেশ যাদব সেই সময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ কিন্তু দলবদল করেও তিনি নিজেকে বাঁচাতে পারেননি ৷ সম্প্রতি ১৮ জুন গভীর রাতে পুলিশ মহানন্দাটোলার শ্যামগোপটোলা গ্রামের বাড়ি থেকে সুকেশ যাদবকে গ্রেফতার করে ৷ এরপর শুক্রবার রাতে মালদা শহরের অরবিন্দ পার্ক থেকে রতুয়া থানার পুলিশ ওই গ্রাম পঞ্চায়েতের তৎকালীন সহকারি আধিকারিক প্রমোদ কুমার সরকারকে গ্রেফতার করে৷

    ধৃত প্রমোদ কুমার সরকার বর্তমানে মানিকচক ব্লকের চৌকি মীরজাদপুর গ্রাম পঞ্চায়েতের এগজিকিউটিভ অ্যাসিস্টেন্ট পদে কর্মরত ৷ ১০ দিনের হেপাজতে চেয়ে ধৃতকে ওই সরকারী আধিকারিককে চাঁচল মহকুমা আদালতে পেশ করে রতুয়া থানার পুলিশ।