|
---|
সম্প্রীতি মোল্লা,মঙ্গলকোট : সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাহাত্তুবাপুর গ্রামে অনুষ্ঠিত হলো ‘চলো যাই গ্রামে’ কর্মসূচি মহিলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে।চলতি মাসের এক তারিখ থেকে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ব্লকে ব্লকে ‘চলো যাই গ্রামে’।এদিন মঙ্গলকোট ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের অধীনে মাহাত্তুবাপুর গ্রামে অনুষ্ঠিত হলো এই কর্মসূচি।মূলত সামনেই পঞ্চায়েত ভোট আর এই ভোটকে সামনে রেখে এই দলীয় কর্মসূচি বলে জানান মঙ্গলকোট ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা মুখার্জি।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমনা মুখার্জী, পূরবী অধিকারী, গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসনা বানু বেগম,শান্ত সরকার, মুন্সি রেজাউল হক, লাল্টু শেখ, মিহির ঘোষ সহ অঞ্চল নেতৃত্ব।এরপর বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে বর্তমান সরকারের নানান কর্মসূচি নিয়ে বার্তা দেওয়া হয়।