চরম হারে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ বাড়ছে ইউরোপীয় দেশগুলিতে

দেবজিৎ মুখার্জি: কোভিড আতঙ্কের মাঝেই বিশ্বকে আরো ভয় দেখাতে এলো মাঙ্কিপক্স ভাইরাস। চরম হারে এর সংক্রমণ বাড়ছে ইউরোপীয় দেশগুলিতে। জার্মানিতে এপর্যন্ত ১০০ জনেরও বেশি রোগীর দেহে এই ভাইরাস পাওয়া গেছে।

    হুর বক্তব্য “জার্মানি ছাড়াও বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন, ব্রিটেন, আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়া-সহ মোট ১২টি দেশে মাঙ্কিপক্সের নমুনা পাওয়া গিয়েছে। পশ্চিম ও মধ্য আফ্রিকার মাঙ্কিপক্সের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডাকা হয়েছে।”

    হু আরো জানায় “মাঙ্কিপক্সের উপসর্গ হল মূলত জ্বর, মাথাব্যথা, মাংসপেশিতে ব্যথা, শরীরের কিছু কিছু অংশ ফুলে যাওয়া এবং চুলকানি। আগামী দিনে এই ভাইরাসের সংক্রমণ আরও বাড়বে।”