মনমুগ্ধকর বিতর্ক প্রতিযোগিতা রহমতে আলম মিশনে

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : মিশন শিক্ষা জগতে রহমতে আলম মিশন একটি আলোকিত নাম। চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক বিভাগে উজ্জ্বল উপস্থিতি মিশনের ছাত্র ছাত্রীদের। প্রথাগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মেধার সার্বিক বিকাশের লক্ষ্যে মিশন সম্পাদকের আন্তরিক উদ্যোগে গত ২৮ শে অক্টোবর ,২০২৫ মিশনের বেগম জাহানারা মেমোরিয়াল হলে এক মনমুগ্ধকর আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় । গত ইংরাজি ২০, ২৪ এবং আজ ২৮শে অক্টোবর যথাক্রমে প্রাথমিক , সেমিফাইনাল ও চূড়ান্ত পর্যায়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালক বিভাগের চূড়ান্ত পর্যায়ের বিষয় ছিল: প্রযুক্তি যত বাড়ছে মানবিকতা তত কমছে। বিষয়ের বিপক্ষে মত প্রকাশকারীরা বিজয় লাভ করে । পক্ষ-বিপক্ষ উভয় দল থেকেই সেরা বক্তা হিসেবে হাফিজ আলম মন্ডল ও রায়হান উদ্দিনের নাম বিবেচিত হয়। বিষয়ের পক্ষে মেন্টর হিসেবে ছিলেন জিয়াউর রহমান এবং বিপক্ষ দলের মেন্টর হিসেবে ছিলেন শিক্ষক সিরাজুল ইসলাম। চূড়ান্ত পর্যায়ে বালিকা বিভাগের বিতর্কের বিষয় ছিল : শহরে তুলনায় গ্রামের মেয়েরা এগিয়ে। এক্ষেত্রে বিষয়ের পক্ষে অংশগ্রহণকারীরা বিজয় লাভ করে। বিষয়ের পক্ষে মেন্টর হিসেবে ছিলেন শিক্ষক সাবির আহমেদ মন্ডল এবং বিষয়ের বিপক্ষে মেন্টর হিসেবে ছিলেন শিক্ষক জিয়াউর রহমান। এই পর্যায়ে সেরা বক্ত্রী হিসেবে বিবেচিত হয় রুমাইসা খাতুন। অনুষ্ঠানে মিশনের ম্যানেজিং কমিটি ও শিক্ষক দের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিশনের সভাপতি বর্ষীয়ান শিক্ষক মোঃ আইয়ুব আলি , মিশনের সম্পাদক – মাননীয় আনিসুর রহমান (বিদেশ), কোষাধ্যক্ষ এম. আমিনুল আম্বিয়া, সদস্য মনছুর আলী গাজী ও মাওলানা রুহুল আমিন ,সুপারিন্টেন্ডেন্ট আব্দুল লতিফ , মিশনের প্রজেক্ট ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর রতন বোস , অধ্যক্ষ নাজির হোসেন খান , উচ্চ মাধ্যমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিন্ময় সিনহা , মাধ্যমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুদ্দিন মোল্লা, বালিকা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক সাংস্কৃতিক বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক সুবিদ আলি মোল্লা । বিতর্ক প্রতিযোগিতার বিচারকের আসনে ছিলেন শ্রদ্ধেয় শিক্ষক ত্রয় মাননীয় রাজিব হাসান,দীপন মাইতে ও ফারুক আহমেদ বিশ্বাস। বিতর্ক প্রতিযোগিতার লড়াই ছিল টক্করে টক্কর। কেউ কাউকে সহজে এক ইঞ্চি জমি ছাড়তে প্রস্তুত ছিল না। বিচারক মন্ডলী মাঝে মাঝে দ্বিধান্বিত হয়ে পড়ছিলেন। অবশেষে তাদের সূক্ষ্ম বিশ্লেষণে বিজয়ী দলের নাম ঘোষণা হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করেছিলেন যে সব মেন্টর তাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক তাজ উদ্দিন আল আজাদ, দেবব্রত দাস ,আব্দুল গফফার মন্ডল, সুমন্ত মন্ডল ও আরিফ মহম্মদ প্রমূখ। মিশনের সম্পাদক মহাশয় ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে জেলা ও রাজ্যস্তরে বিতর্কে অংশগ্রহণ করবে এই প্রত্যাশা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখ নিজাম হোসেন, প্রধান শিক্ষক, বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয় , শোকর আলি, প্রাক্তন প্রধান শিক্ষক, জঙ্গলপুর হাইস্কুল,সাহানওয়াজ আহমেদ, প্রধান শিক্ষক, ফলদি হাইস্কুল ,মোবাস্সর হোসেন, প্রধান শিক্ষক, কেওটশা হাইস্কুল,দীপক কুমার রায়,প্রাক্তন প্রধান শিক্ষক, বাদুড়িয়া এলএমএস হাই স্কুল,মোস্তফা হাবিব, সহকারি শিক্ষক, গোলাবাড়ি পল্লীমঙ্গল হাইস্কুল। উপস্থিত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের করতালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।