|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : কর্মী সমর্থকদের নিয়ে বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দিলেন সাগরদীঘি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। চোখে ব্র্যান্ডেড সানগ্লাস, পরনে সাদা শার্ট পড়ে এদিন দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা ও প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে সাথে নিয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত হন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।
প্রসঙ্গত এই কেন্দ্রে ২৭ শে ফেব্রুয়ারী হবে উপনির্বাচন । ইতিমধ্যেই এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বিজেপি। মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ৭ ফেব্রুয়ারি । গত ২৯শে ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী তথা সাগরদীঘির বিধায়ক সুব্রত সাহা। এরপরই নির্বাচন কমিশন এক কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করেন। তবে উপনির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।