মন্তেশ্বর বিধানসভার গলাতন গ্রামে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে না দেওয়ায় অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

সেখ সামসুদ্দিন : ২৬৩ মন্তেশ্বর বিধানসভার দেনুর পঞ্চায়েতের অর্ন্তগত গলাতন গ্রামে ৪০, ৪১ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে না দেওয়ায় অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অবশেষে নির্বাচন দপ্তর ও পুলিশের হস্তক্ষেপে বসানো হয় এজেন্টকে। খবর পেয়ে ২৬৩ মন্তেশ্বর বিধানসভার তূণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী হাজির হন। মন্তেশ্বর বিধানসভার পঞ্চম দফা ভোটে মন্তেশ্বর থানার প্রশাসনের পক্ষ থেকে কুসুম গ্রাম বাসস্ট্যান্ড থেকে ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি চালাচ্ছে মন্তেশ্বর থানার প্রশাসন আশপাশে ৫টি স্পর্শ কাতর বুথে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা তা দেখার জন্য এই ধরনের নজরদারি চালানো হচ্ছে বলে জানা যায়। মন্তেশ্বর বিধানসভার মামুদপুর ১ পঞ্চায়েতের রাইগ্রামে ১১৯ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের এজেন্ট মোজাফফর আলী শাহ বেলা ১টার সময় বাড়ি ফিরছিল ভাত খাওয়ার জন্য।সেই সময় রাইগ্রাম হাটতলা সন্নিকট এক দল বিজেপি সমর্থক বাঁশ রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাকে বেধড়ক মারধর করে। তার মাথায় ত্রিশটি সেলাই হয়েছে। অপর এক প্রতিবেশী নজরুল শাহও জানুমিয়া তাকে আটকাতে গেলে তাকেও ব্যাপকভাবে মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনায় বিশাল কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি মন্তেশ্বর থানার ওসি ও কালনার সি আই সাহেব উপস্থিত হন ঘটনাস্থলে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।কেন্দ্রীয় বাহিনী ঠুঁটো জগন্নাথ এবং নামকাওয়াস্তে মাঝখানে হাতে চুড়ি পরে বসে আছে নির্বাচন কমিশন বলে মন্তব্য করে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্তেশ্বর বিধানসভায় তৃণমূলের পোলিং এজেন্ট ও তার ভাইকে মারধর করার ঘটনার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আহত দুজনকে দেখতে এসে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে উল্লিখিত ভাষায় তোপ দাগলেন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী। ঘটনাস্থলে হাজির হয় কেন্দ্রিয় বাহিনী ও মন্তেশ্বর থানার বিশাল পুলিশবাহিনী। থমথমে রয়েছে গোটা এলাকা। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের মেমারি ২ নং ব্লকের বড়পলাশন ১ গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত উনটিয়া গ্রামে ১৩৫ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও ভোটারকে কেন্দ্রীয় বাহিনী ও বিজেপির প্রার্থী সৈকত পাঁজার দেহরক্ষী উভয় মিলে ব্যাপকভাবে মারধর করে। এই ঘটনার ফলে তৃণমূল কংগ্রেসের সমর্থক, এলাকাবাসী সহ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী বিজেপি প্রার্থীকে বিক্ষোভ দেখায়।