মন্তেশ্বরে কালুই গ্রামে স্বাস্থ্য ও রক্তদান শিবির হয়।

সেখ সামসুদ্দিন, ২৬ ফেব্রুয়ারিঃ মন্তেশ্বরের কালুই গ্রামে তিনকন্যা পার্কে বিশিষ্ট সমাজসেবী তথা মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি অসিত চ্যাটার্জীর উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ ও ভোজপুর মাদ্রাসার হাফেজ মৌলানা। উপস্থিত ছিলেন সমাজসেবী তথা মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি অসিত চ্যাটার্জী, মোহনবাগান ক্রিকেট ক্লাবের সেক্রেটারি তন্ময় চ্যাটার্জী, ভাতার কলেজের রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত অধ্যাপক, সমাজসেবী মজনু শেখ, পশ্চিমবঙ্গ সরকারের নথিভূক্ত লোকশিল্পী রফিকুল ইসলাম খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে এসে উপস্থিত হন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহ-সভাপতি আমজাদ হোসেন সহ এলাকার বিভিন্ন পঞ্চায়েত প্রধানগণ। এদিন বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক ও কাটোয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় প্রায় ২ শতাধিক মানুষ রক্ত দেন। এছাড়াও জামালপুর লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতাল, বর্ধমান ক্যামরি হাসপাতাল ও বিমস হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। মন্ত্রী স্বপনদা দেবনাথও ইসিজি করে পরীক্ষা করে নেন। এদিন অতিথিবর্গের হাত দিয়ে এলাকার মানুষকে পাঁচ শতাধিক মশারি প্রদান করা হয়।