আরামবাগে কে.জি.এন Royal Enfield শোরুম এবং সার্ভিস সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট

নূর মোহাম্মদ খান, নতুন গতি, আরামবাগ: আরামবাগ  যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নত হচ্ছে মানুষ উন্নত হচ্ছে জীবনযাত্রা, তাই বর্তমান সময়ে মোটরবাইক মানুষের ব্যবহারিক জীবনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী হয়ে উঠেছে । সৌখিন বাইক প্রেমীদের কাছে Royal Enfield এক অন্য মাত্রায় এনে দিয়েছে। দাম কিছুটা বেশি হলেও রয়েল এনফিল্ড এর চাহিদা বাড়ছে দিন দিন।

     

    মানুষের সেই চাহিদার কথা বিবেচনা করে সাধারণ মানুষের জন্য রবিবার কে জি এন গ্রুপের রয়্যাল এনফিল্ড বাইক শোরুম এর তৃতীয় শাখার উদ্বোধন হলো আরামবাগ শহরের পারুলে (রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে)। কে জি এন অটোমোবাইল এর রয়্যাল এনফিল্ড শোরুমের মুখ্য শাখা শ্রীরামপুর, দ্বিতীয়টি তারকেশ্বরের ভীমপুরে, ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই আরামবাগের পারুল আরো একটি রয়্যাল এনফিল্ড বুলেট শোরুম এবং সার্ভিস সেন্টারের সূচনা হলো এখান থেকে ইনফিল্ড বুলেট নিজের পছন্দমতো কিনতে পারবে।

     

    অনুষ্ঠানটির সূচনা হয় পবিত্র কোরআন শরীফ পাঠ দিয়ে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Royal Enfield কোম্পানির পক্ষে কৌসিক বাসু, অমর্ত্য, অত্তীজী। এছাড়া ও উপস্থিত ছিলেন এম মাদ্রাসার চেয়ারম্যান আলহাজ সেখ মুজিবুল হক, কে জি এন অটোমোবাইল এর কর্ণধার আলহাজ সেখ সিরাজুল হক, এম ডি আলহাজ সেখ ইমাম হোসেন,হরিনখোলা দরবার শরীফের পীরজাদা আলহাজ মাওলানা আব্দুল আজিম,পীরনগর দরবার শরীফের পীরজাদা মাওলানা মুহাম্মদ আবুল কাসেম, বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম,আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগ মাদ্রাসার সম্পাদক হাফেজ মাওলানা মনিরুদ্দিন, নাবাবীয়া মিশনের সম্পাদক সেখ সাহিদ আকবর,আরামবাগ আল আলম মিশনের সম্পাদক বদরুল আলম সিদ্দিকী, শিক্ষাবিদ আসগার ইমাম আস্থা ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার মুফতি আবদুল নাজিম,আরামবাগ গালর্স কলেজের প্রিন্সিপাল ড,সাজিদুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। কে জি এন অটোমোবাইল এর কর্ণধার আলহাজ সেখ সিরাজুল হক বলেন, আরামবাগ শহর ছাড়া পার্শবতী এলাকার মানুষের সুবিধা হবে। রয়্যাল ইনফিল্ড বিভিন্ন মডেলের গাড়ি ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার ফলে প্রচুর মানুষের চাহিদা আছে। দুর দূরান্ত আর ছুটতে হবে না আরামবাগ শহর Royal Enfield Showroom and Service Centre রয়্যাল এনফিল্ড শোরুম ও সার্ভিস সেন্টার হওয়ার ফলে ক্রেতাদের জন্য সুবিধা হবে। এই দিন আরামবাগে রয়্যাল এনফিল্ড শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকার বাইক প্রেমীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

     

    অনুষ্ঠানের শেষে কেজিএম কর্ণধার সিরাজুল হক সাহেব বলেন কে জি এন গ্রুপ একটি সংস্থা এই সংস্থার আজ আরামবাগে শোরুম সহ এখন তিনটি রয়েল এনফিল্ড শোরুম এবং সার্ভিস সেন্টার স্থাপন হলো যথাক্রমে ১.শ্রীরামপুর, ২.তারকেশ্বর, ৩.ভীমপুর ৩.আরামবাগ,পারুল।আজ আরামবাগ শহরের পারুলের রয়্যাল এনফিল্ড Royal Enfield Showroom and Service Centre এর শাখা শোরুমের উদ্বোধন কে জি এন গ্রুপের মুকুটে এক নতুন পালকের সংযোজন হলো।