|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: চলতি শিক্ষাবর্ষ থেকে কর্ণাটকের স্কুল পড়ুয়াদের পাঠক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে ‘নৈতিক বিজ্ঞান’। কর্ণাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বিসি নাগেশ জানিয়েছেন, এই নৈতিক পাঠের অংশ হবে বিভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থগুলি – পঞ্চতন্ত্র, রামায়ণ, মহাভারত, ভাগবত গীতা ও কোরান। তিনি আরো জানালেন এর পাঠ্য তৈরি করবে বিশেষজ্ঞ কমিটি। তবে এই বিষয়ে পরীক্ষা নেওয়া হবেনা।
এদিন রাজ্যের মাদ্রাসাগুলিকে নিয়ে কর্ণাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বলেন, “মাদ্রাসা কর্তৃপক্ষ সরকারের কাছে কোনও আবেদন জানায়নি, কিন্তু অভিভাবকরা সেখানে সাধারণ শিক্ষাদানের কথা বলছেন, যাতে করে অন্য স্কুলের পড়ুয়াদের সঙ্গে তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারে। যাতে করে ওই ছাত্ররা ভবিষ্যতে পেশাদার কোর্স করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারে।”