জয়নগর় বিধানসভার বকুলতলা থানার অধীনস্থ নতুন হাটে সংযুক্ত মোর্চার নির্বাচনী জনসভা

জয়নগর় বিধানসভার বকুলতলা থানার অধীনস্থ নতুন হাটে সংযুক্ত মোর্চার নির্বাচনী জনসভা

     

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :

    জয়নগর বিধানসভায় বকুলতলা নতুন হাটে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে জয়নগর বিধানসভায় পার্থী অপূর্ব প্রামাণিক ও কুলতলি বিধানসভার বিদায়ী বিধায়ক রাম শংকর হালদারে সমর্থনে নির্বাচনী সভা আর এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী,বিদায়ী বিধায়ক রাম শংকর হালদার,জয়নগর বিধানসভার বিধায়ক পদপ্রার্থী অপূর্ব প্রামাণিক ও জয়নগর পুরসভার প্রশাসক সুজিত সরখেল এই সভার প্রধান কাণ্ডারি আব্বাস সিদ্দিকি ভাইজান । প্রখর রোদের মধ্যে দিয়ে ও হাজার হাজার মানুষ এই সভায় সামিল হন ।