|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- আজ আরও একবার “প্রাপ্তি” ওয়েব পোর্টালের মাধ্যমে ২০০ টিরও বেশি মোবাইল উদ্ধারকরে ডায়মন্ড হারবার বাসীদের ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট ডায়মন্ড হারবার নাগরিকদের সাহায্যে সর্বদা তৎপর। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক এর পক্ষ থেকে জানা যায়, তারা সর্ব সাধারণ মানুষের সুবিধার্তে বলেন আমাদের অনুরোধ মোবাইল চুরি গেলে বা হারিয়ে গেলে “প্রাপ্তি” ওয়েব পোর্টালের মাধ্যমে অভিযোগ দায়ের করুন যাতে আরো দ্রুত আমরা আপনাদের মোবাইল ফিরিয়ে দিতে পারি। আমরা আশা রাখি ভবিষ্যতেও “প্রাপ্তি” ওয়েব পোর্টালের মাধ্যমে আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। হারিয়ে যাওয়া মোবাইল এর যাহারা প্রকৃত মালিক মোবাইল ফিরে পেয়ে তারা খুশি এবং ডায়মন্ড হারবার পুলিশ ডিষ্ট্রিক এর এই উদ্যোগকে সাধুবাদ ও অভিনন্দন জানান।