|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: আসন্ন বিধানসভা নির্বাচনের সন্ধিক্ষনে দাঁড়িয়ে চারিদিকে দলবদলের পালা চলছে । রাজ্যজুড়ে গেরুয়া শিবিরে আগে নাম লিখানোর জন্য হুড়োহুড়ি পড়ে গেলেও কেশপুরের ২ নম্বর অঞ্চলের ক্যালগেড়্যা, মাইপুর উত্তর শীর্ষা, লালতেহেরী প্রভৃতি সংখ্যালঘু গ্রামের এক শতাধিক পরিবার সামিল হলো জাতীয় কংগ্রেসের পতাকার তলে । খেত মজুররা আজ অসহায়। ফসলের ন্যায্য দাম আদায় সহ মৌলিক অধিকার লড়াইয়ে জাতীয় কংগ্রেস ছাড়া আর কেউ নেই ।
আজকে মাইপুর সহ ক্যালগেড়্যা গ্রামে পতাকা উত্তোলন করা হয় ও রাস্তায় জাতীয় কংগ্রেসের পতাকায় সাজিয়ে দেওয়া হয় । আজকের এই যোগদানের কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ সাইফুল উপস্থিত থেকে আগত কর্মী নেতাদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব সহ সভাপতি সুহাসিস পণ্ডা, পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের কোঅর্ডিনেটর ও কেশপুর বিধানসভা যুব কংগ্রেসের সহ সভাপতি আজহারউদ্দিন মল্লিক, কেশপুর ব্লক কংগ্রেসের সভাপতি লক্ষী কান্ত ঘোষ, জেলা যুব কংগ্রেসের সম্পাদক শেখ আহসানুল্লা, কেশপুর বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি শেখ নাসির আলি, কেশপুর ২ নম্বর অঞ্চল যুব কংগ্রেসের সভাপতি শেখ নূর হোসেন আলি, মাইনোরিটি সেলের চেয়ারম্যান মুসলেম মল্লিক সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ।